Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ. কোরিয়ায় বিমান দুর্ঘটনা, নিহত বেড়ে ৮৫

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৩৪

দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে দুর্ঘটনায় বিধ্বস্ত প্লেন। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে একটি যাত্রীবাহী প্লেন রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস টিমের সর্বশেষ তথ্যমতে মৃতের সংখ্যা ৮৫ ছাড়িয়েছে। ইয়োনহাপ ও এএফপি সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) দুর্ঘটনাটি ঘটে। জেজু এয়ারলাইন্সের প্লেনটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটে। প্লেনটিতে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। এটি থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় ফিরছিল।

বিজ্ঞাপন

মুয়ানের স্থানীয় ফায়ার সার্ভিস টিমের কর্মকর্তা লি হিয়ন-জি এএফপিকে জানান, ‘এ পর্যন্ত আমরা দুর্ঘটনায় ৪৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছি। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।’

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্লেন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। লি জানান, প্লেনের পেছনের অংশ থেকে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।

ইয়োনহাপ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই স্যাং-মক মুয়ানের ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘সমস্ত সংশ্লিষ্ট সংস্থাকে উদ্ধার কাজে প্রয়োজনীয় সব সম্পদ ব্যবহার করতে হবে।’

ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, প্লেনটির অবতরণের সময় পাখির সঙ্গে সংঘর্ষের কারণে ল্যান্ডিং গিয়ার বিকল হয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এনজে

দক্ষিণ কোরিয়া দুর্ঘটনা নিহত প্লেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর