Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিক লীগের হামিদ আটকের পর হয়ে গেলেন ‘ছাত্রদলের সাবেক নেতা’

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:০৬ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:১৭

মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক হামিদুর রহমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক হামিদুর রহমান। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামি তিনি। গোয়েন্দা পুলিশ তাকে আটক করলেও ছাত্রদলের সাবেক নেতা পরিচয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ১৭ ডিসেম্বর দুপুরে নগরীর আগ্রাবাদের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের কার্যালয় থেকে হামিদকে আটক করে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। পরে নগর যুবদলের কয়েকজন নেতা হামিদকে ছাত্রদলের সাবেক সদস্য হিসেবে ডিবিকে পরিচয় দেন। যুবদল নেতাদের দেওয়া নথিপত্রে হামিদুর রহমান চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সদস্য ছিলেন বলে তারা জানান। এর পর ডিবি পুলিশ তাকে ছেড়ে দেয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে নগর গোয়েন্দা পুলিশের বন্দর ও দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) আলী হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল ধরেননি। তবে বিভিন্ন গণমাধ্যমকে ডিবি’র এ কর্মকর্তা জানিয়েছেন, হামিদকে কোনো মামলায় গ্রেফতার করা হয়নি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এবং নাশকতার পরিকল্পনা করছেন এমন সংবাদের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছিল। পরে ছাত্রদলের সাবেক নেতা হিসেবে পরিচয় পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানতে চাইলে হামিদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাকে আটক করা হয়েছে সত্য। কিন্তু পরে ছেড়ে দেওয়া হয়। আমি গাড়িতেই ছিলাম। হালকা জিজ্ঞাসাবাদ করে তারা আমাকে ছেড়ে দিয়েছে। আর আমি কোনো শ্রমিক লীগের নেতা নই। আমি মহানগর ছাত্রদলের কমিটিতে ছিলাম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। আমি যে সংগঠনের সাধারণ সম্পাদক সেটা শ্রমিক ইউনিয়ন। আমি ট্রেড ইউনিয়ন করি। আমাকে ফাঁসানো হচ্ছে।’

বিজ্ঞাপন

মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন তো অনেক মামলাই হচ্ছে। কোনো মামলায় ভুলবশত আমার নাম চলে আসলে আমি কী করতে পারি। আমি যেহেতু সংগঠনের দায়িত্বে আছি আমার প্রতিপক্ষ অবশ্যই আছে। তারা কেউ হয়তো এ মামলা করিয়েছে।’

হামিদ বলেন, ‘আমি নিজ যোগ্যতায় শ্রমিকদের নেতা হয়েছি। কোনো দলের সহযোগিতায় নয়। নওফেল (সাবেক শিক্ষামন্ত্রী) এসে এটাকে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত করেছে। সব কাগজপত্র আমার কাছে আছে। আর আমি যদি শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক না হতাম তাহলে দাবি দাওয়া আদায় করতে পারতাম না। দাবি আদায় করতে মাঝে-মধ্যে আওয়ামী লীগ নেতাদের কাছে আমাকে যেতে হতো।’

এদিকে, পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘হামিদুর আমাদের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে ডিবি আটক করলেও আমাদের কাছে সোপর্দ করেনি। সোপর্দ করা হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতো।’

সারাবাংলা/আইসি/পিটিএম

ছাত্রদল টপ নিউজ শ্রমিক লীগ সাবেক নেতা হামিদ