Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১৪

সড়ক দুর্ঘটনা, প্রতিকী ছবি।

বগুড়া: বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে কাহালু ও গাবতলি উপজেলায় ট্রাকপাচায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ফারুক (৪০) ও তার শিশু কন্যা হুমায়ারা (৮), ভ্যান চালক শাহিনুর রহমান ও রেশমী বেগম (২৫)।

পুলিশ জানায়, সকালে বগুড়া-নওগাঁ সড়কে কাহালুর দরগাহাট এলাকায় একটি রিকশা-ভ্যান করে যাওয়ার পথে চাকা ভেঙ্গে যায়। এসময় পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে চারজন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া ‘শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ’ হাসপাতালে শিশুসহ তিনজনের মৃত্যু হয়।

অপর দিকে, সকালে বগুড়ার গাবতলি উপজেলার নাড়ুয়ামালা-সুখানপুকুর সড়কে ট্রাকের চাপায় রেশমা বেগম নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

পুলিশ জানায়, রেশমা বেগম তার স্বামী মো. জুবায়ের হোসেনের মোটরসাইকেল থেকে পড়ে গেলে ট্রাকচাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

ট্রাকচাপায় নিহত পৃথক সড়ক দুর্ঘটনা বগুড়া সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত