Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস-লরির ত্রিমুখী সংঘর্ষে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৫ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০০

দুটি বাস ও তেলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষ। ছবি: সারাবাংলা

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাস ও তেলবাহী লরির সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিনো হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইচখোলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুইপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, ‘শ্যামলী ও এস.ই নামের যাত্রীবাহী পরিবহনের দুটি বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষ হয়। খবর পেয়ে ১৩ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে গুরুতর আহত ৯ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।’

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘মহাসড়কের ওপর থেকে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/এমপি

আহত বরিশাল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

হাল না ছাড়ার প্রত্যয় গার্দিওলার
২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪

আরো

সম্পর্কিত খবর