স্পেনের পথেই সবচেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
২৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৫২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০৬
অভিবাসী অধিকার সংস্থা কামিনদাদো ফ্রন্তেরাস জানিয়েছে, ২০২৪ সালে স্পেনে পৌঁছাতে চেয়ে দশ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন৷
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্পেনভিত্তিক অভিবাসী অধিকার বিষয়ক সংস্থা কামিনদাদো ফ্রন্তেরাস প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী এই সংখ্যা ১০ হাজার ৫৪৭ জনে পৌঁছেছে৷ যা ২০২৩ সালের তুলনায় ৫০ শতাংশেরও বেশি৷
কামিনদাদো ফ্রন্তেরাস বলেছে, ‘আমাদের ‘রাইট টু লাইফ ২০২৪’ প্রতিবেদন মোতাবেক প্রতিদিন গড়ে ৩০ জন মারা যাচ্ছেন৷ এটা রেকর্ড৷ মৃতদের মধ্যে অন্তত ৪২১ জন নারী ও এক হাজার ৫৩৮ জন শিশু বা অপ্রাপ্তবয়স্ক রয়েছেন৷ যেখানে ২০২৩ সালে প্রতিদিন গড়ে ১৮ জন মারা গিয়েছেন৷’
মৌরিতানিয়া থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে আসার পথেও বেড়েছে মৃত্যু৷ বিপজ্জনক পথের তালিকায় আছে আলজেরিয়া থেকে আসা ভূমধ্যসাগরের পথটিও, যেখানে প্রাণ হারান ৫১৭ জন৷
স্পেনের স্বরাষ্ট মন্ত্রণালয়ের মতে, এ বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত নৌকায় চেপে ৫৭ হাজার ৭০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী স্পেনে এসেছেন৷ সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি৷
এর মধ্যে বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশীই এসেছেন আটলান্টিক হয়ে৷
সারাবাংলা/এসডব্লিউ