সাংবাদিকদের প্রবেশ কার্ড ইস্যুতে বৈঠক করবে তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৩২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০৭
ঢাকা: সচিবালয়ে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের প্রবেশের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভা করবে। ওই সভায় সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে উপরিউক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তটি সাময়িক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
গত বুধবার দিবাগত রাত পৌনে ২ টার সময় সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগে। সে আগুনে চারটি ফ্লোর পুড়ে ছাঁই হয়ে গেছে। এরপর বৃহস্পতিবার থেকেই সচিবালয়ে কর্মরতদের ছাড়া সকলকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় মৌখিকভাবে।
শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর সই করা আদেশে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস (Digital Access Control System) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরণের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিবর্গের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো।’
সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
বাতিলকৃত বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ, ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় স্থাপনকৃত বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন।
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হলো।
এই আদেশের পর এ নিয়ে সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে আলোচনা সমালোচনার ও অনুরোধের পরিপ্রেক্ষিতে তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন-
সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড শিগগিরই পর্যালোচনা করা হবে
কর্মকর্তা-কর্মচারী ছাড়া সবার অস্থায়ী পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকও
সারাবাংলা/জেআর/এমপি
অ্যাক্রিডেশন কার্ড সচিবালয় সচিবালয়ে প্রবেশ সাংবাদিকদের প্রবেশাধিকার