Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে সেতু ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০ জন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৪ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০৭

ব্রাজিলের জুসেলিনো কুবিৎসচেক সেতুটি ধসে পড়েছে

ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি সেতু ধসে পড়ায় মৃতের সংখ্যা শুক্রবার (২৭ ডিসেম্বর) বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে ।

এর আগে রোববার (২২ ডিসেম্বর) টোকান্টিন্স ও মারানহাও রাজ্যকে সংযোগকারী জুসেলিনো কুবিৎসচেক ডি অলিভেইরা সেতুটি ধসে পড়ে। সেতুটি ধসের ফলে যানবাহন এবং যাত্রীরা পানির নীচে ডুবে যায়।

ব্রাজিলের নৌবাহিনী ওই এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরে প্রথম মৃতদেহ এবং টোকান্টিনস নদীতে দ্বিতীয় মৃতদেহের সন্ধান পায়।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছেন এবং সাতজন নিখোঁজ রয়েছেন।

নৌবাহিনী একটি বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তারা আটজন মৃত এবং নয়জনের নিখোঁজের সংখ্যা হালনাগাদ করে।

সেতু ধসে পড়ার পর ৭০ জন উদ্ধারকারী প্রায় এক সপ্তাহ অনুসন্ধান চালিয়েছিলেন। একটি হাইপারব্যারিক চেম্বার ব্যবহার করে ডুবুরিরা ৩০ মিটার এর বেশি গভীরতায় অনুসন্ধান চালায়।

এদিকে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ব্রাজিল সরকার সতর্ক করেছিল, টোকান্টিন্স নদীতে সালফিউরিক অ্যাসিড বহনকারী দুটি ট্রাক পড়ে যায়, এতে সালফিউরিক অ্যাসিডে নদীর পানি দূষিত হতে পারে।

দুর্ঘটনায় জড়িত তৃতীয় একটি ট্রাক কীটনাশক বহন করছিল। তবে ধসের পর তিনটি ট্রাকের ট্যাঙ্কই অক্ষত রয়েছে।কর্মকর্তারা বলেছেন, ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

১৯৬০ সালে নির্মিত জুসেলিনো কুবিৎসচেক সেতুটি ৫০০ মিটার লম্বা।

সারাবাংলা/এসডব্লিউ

ব্রাজিল মৃত্যু সেতু ধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর