Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারি থেকে অলমোকেও হারাচ্ছে বার্সা?

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৯ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৫:০০

দানি অলমো

মৌসুমের শুরু থেকেই বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। খেই হারিয়ে ফেলার আগে বার্সার টানা জয়ের অন্যতম মূল নায়ক ছিলেন দানি অলমো। তবে সেই অলমোকেই হয়তো মৌসুমের দ্বিতীয় ভাগে পাচ্ছে না কাতালানরা। ক্লাবে তার নিবন্ধন বাড়ানোর আপিল খারিজ করে দিয়েছে স্পেনের আদালত। আর এতেই শঙ্কা জেগেছে, বার্সার জার্সি গায়ে ২০২৫ সালে নাও দেখা যেতে পারে অলমোকে।

গত দলবদলের মৌসুমে ৫ কোটি ৭০ লাখ ট্রান্সফার ফিতে লাইপজিগ থেকে বার্সায় যোগ দেন অলমো। দীর্ঘদিন পর নিজের ক্লাবে ফিরলেও তাকে নিবন্ধন করাতে পারছিল না বার্সা। মূলত আর্থিক দুরবস্থার কারণেই এমন অবস্থার সম্মুখীন হয়েছিল কাতলানরা।

বিজ্ঞাপন

আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের দীর্ঘমেয়াদি চোটের পর ৩১ ডিসেম্বর পর্যন্ত অস্থায়ীভাবে নিবন্ধন করা হয়েছিল ২৬ বছর বয়সী অলমোর। ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্লাবটির যুব একাডেমিতে খেলা অলমোর পাকাপাকি নিবন্ধনের জন্য আদালতে আবেদন করেছিল বার্সা। তবে ইএসপিএন বলছে, বার্সার সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

আর এতেই আগামী জানুয়ারি থেকে বার্সার জার্সি গায়ে নাও দেখা যেতে পারে অলমোকে। যতদিন নিবন্ধন না হয় তাকে থাকতে হবে ডাগআউটেই। তবে অলমোকে নিবন্ধন করাতে বার্সা আবার আবেদন করবে বলেই জানানো হয়েছে।

এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে বার্সার হয়ে ১৬ ম্যাচে ৬টি গোল করেছেন অলমো।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ দানি অলমো বার্সেলোনা লা লিগা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর