Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৬ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪:০০

ঝালকাঠি উপজেলা প্রেসক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়

বরিশাল: ঝালকাঠির নলছিটিতে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রেসক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুলড্রেস ক্রয়ের জন্য এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মোহসীন, যুগ্ম আহ্বায়ক এইচ.এম সিজার, সিনিয়র সদস্য অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন, সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জি. অ্যাড. গোলাম মাওলা শান্ত, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মল্লিক, প্রাথমিক ও গণশিক্ষা সম্পাদক মো.জাহাঙ্গীর নেওয়াজ, সাংবাদিক গাজী আরিফুর রহমান, মশিউর রহমান খান প্রমুখ।

প্রসঙ্গত, আর্থিক অস্বচ্ছলতার কারণে ওই শিক্ষার্থীরা যে যার মতো করে স্কুলে কাপড় পড়ে যেত। আর এই বিষয়টি নজরে আসে নলছিটি উপজেলা প্রেসক্লাব সদস্যদের। এরপরই স্কুলড্রেস ক্রয়ের ওই সিটিজেন ফাউন্ডেশনের সহায়তায় শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।

সারাবাংলা/এসডব্লিউ

আর্থিক সহায়তা প্রদান ঝালকাঠি বরিশাল মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থী

বিজ্ঞাপন

বিপিএলের টিকিট মিলবে যেভাবে
২৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪০

আরো

সম্পর্কিত খবর