মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের খেতাব জিতলেন রোনালদো
২৮ ডিসেম্বর ২০২৪ ১০:২৬
ইউরোপ ছেড়ে গত বছর সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। সৌদি প্রো লিগকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো এবার পেলেন সেটার প্রতিদানও। দুবাইয়ে আয়োজিত গ্লোব সকার অ্যাওয়ার্ডে মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের খেতাব জিতেছেন রোনালদো।
সৌদি প্রো লিগে ২০২৪ সালে আল নাসরের হয়ে ২৫ ম্যাচে মাঠে নেমেছেন রোনালদো। গোল পেয়েছেন ২৫টি, অ্যাসিস্ট ছিল ৪টি। প্রতি ৮৪ মিনিটে একটি করে গোল পেয়েছেন সিআর সেভেন। প্রতি ৭৩ মিনিটে ছিল একটি অ্যাসিস্ট। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে আল নাসরের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন রোনালদো। এই ৮ ম্যাচে করেছেন ৮ গোল। এই টুর্নামেন্টে এই বছর কোনো অ্যাসিস্ট আসেনি রোনালদোর পা থেকে।
সৌদি কিংস কাপে এই বছর রোনালদো খেলেছেন ৩টি ম্যাচ। এই দুই ম্যাচে করেছেন ২ গোল, ছিল না কোনো অ্যাসিস্ট। সৌদি সুপার কাপে আল নাসরের হয়ে রোনালদো খেলেছেন ৩ ম্যাচে। এই সময়ে রোনালদো করেছেন ২ গোল, অ্যাসিস্ট ছিল একটি।
সব টুর্নামেন্ট মিলিয়ে ২০২৪ সালে আল নাসরের হয়ে ৩৯ ম্যাচে মাঠে নেমেছেন রোনালদো। এই সময়ে রোনালদো গোল করেছেন ৩৬টি, অ্যাসিস্ট ছিল ৫টি। প্রতি ৯৪ মিনিটে একটি করে গোল করেছেন সিআর সেভেন। প্রতি ৮৩ মিনিটে ছিল একটি অ্যাসিস্ট।
সৌদিতে গোলবন্যা বইয়ে দিলেও এই বছর কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। তবুও বছরজুড়ে দুর্দান্ত পারফর্ম করায় মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের খেতাব উঠেছে তার হাতেই।
এই বছরেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ফুটবলে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। সব মিলিয়ে এখন তার গোলসংখ্যা ৯১৬টি। এই কীর্তির সুবাদে সেরা আন্তর্জাতিক গোলদাতারা আরেকটি পুরস্কারও জিতেছেন সিআর সেভেন।
সারাবাংলা/এফএম