Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে ফিরলেন ৭ বাংলাদেশি

লোকাল করেসপনডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৪ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১০:৫৫

ভারতে ৯ মাস জেল খেটে ৬ জন পুরুষ ও একজন নারী বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন

বেনাপোল: ভারতে ৯ মাস জেল খেটে ৬ জন পুরুষ ও একজন নারী বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসা ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জ জেলার সিদ্দিক মিয়ার ছেলে রহমত উল্লাহ (৪৫), পটুয়াখালী জেলার আব্দুল মানিকের ছেলে গোলাম রাফি (৩৪), আব্দুল মান্নানের ছেলে জামাল হোসেন (৫৬), আব্দুল জলিলের ছেলে মাসুম বিল্লাহ (৩৯), নাজির হোসাইনের ছেলে হুসাইন (৩৮), আব্দুর রহমানের ছেলে ইয়াসিন (৩১) এবং দিনাজপুর জেলার শফিউদ্দিন কাজীর মেয়ে রাশিদা বেগম (৩৪)।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বাংলাদেশী ৬ জন জেলে সাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় কোষ্ট গার্ডের কাছে গত ৯ মাস আগে আটক হয়। আর একজন নারী অবৈধপথে ভারত গিয়ে ওই সময় আটক হয়। এরা সকলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলীপুর জেল খানায় থাকে। পরে দুই দেশের উচ্চ পর্যায়ে চিঠি চালাচালির এক পর্যায়ে এরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে। ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

বেনাপোল পোর্ট থানা (ওসি) রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকারি একটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে।’

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সমন্বয়কারী রেখা বিশ্বাস বলেন, ‘এদের জাতীয় মহিলা আইনজীবী সমিতি আইনি সহায়তা দিয়ে দেশে ফেরত এনেছে। এদের যশোর নেওয়া হবে এবং পরিবারের কাছে পাঠানো হবে।’

এ সময় যশোরের শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

ভারত ভারতে আটক বাংলাদেশি ফেরত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর