খুলনায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত
ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৭
২৮ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৭
খুলনা: খুলনার রূপসায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার টিএসবি ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। স্বল্পবাহিরদিয়া যুব সমাজ খেলাটির আয়োজন করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ৮ দলীয় হাডুডু খেলা শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দলকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। এছাড়া একজন শ্রেষ্ট খেলোয়াড়কে পুরস্কার প্রদান করা হয়। খেলাটি উপভোগ বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ আগমন ঘটে।
খেলা দেখতে আসা স্থানীয় বৃদ্ধ করিম শেখ সারাবাংলাকে বলেন, ‘এক সময় প্রতিটি গ্রামে হাডুডু খেলা হতো। এখন আর তেমন দেখা যায় না। আমাদের এখানে হাডুডু খেলা হচ্ছে। তাই দেখতে এসেছি।’
স্কুল ছাত্রী লাবিবা খাতুন সারাবাংলাকে বলেন, ‘বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, বইয়ে পড়েছি। এর আগে খেলাটি আমি দেখিনি। আমাদের এলাকায় হাডুডু খেলা হচ্ছে। তাই বাবার সঙ্গে দেখতে এসেছি। খেলাটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে।’
স্বল্পবাহিরদিয়া হাডুডু কমিটির আহবায়কং. ইয়াহিয়া শেখ সারাবাংলাকে বলেন, ‘গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। বিলুপ্ত এই খেলাকে টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে আমাদের এই আয়োজন। আগামীতে আরও বড় পরিসরে হাডুডু খেলার আয়োজন করতে চাই।’
এ সময় খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম কামরুজ্জামান টুকু। শেখ মহিউদ্দিন লিটু, বাবলু কুমার আ়ঁশ, খুলনা জেলা বিএনপির সদস্য ফ, ম মনিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ওয়াকিদুজ্জামান ডাবলুসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসডব্লিউ