Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে ১ চোরাকারবারি ও অনুপ্রবেশের সময় শিশুসহ নারী আটক

লোকাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ২১:৫৪

বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে মাদকসহ এক চোরাকারবারিকে এবং পৃথক অভিযানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার ( ২৭ ডিসেম্বর) তাদের আটক করা হয়। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- নড়াইল জেলার সাতবাড়িয়া গ্রামের নাসির গাজীর স্ত্রী সিদ্দীকা বেগম (২৩) নাসির গাজীর মেয়ে নাসিমা (৪) ও চৌগাছা থানার ইন্দ্রপুর গ্রামের নবীছদ্দীনের ছেলে শাহিন আলম (৩০)।

বিজিবি অধিনায়ক জানান, অভিযান চালিয়ে ফেনসিডিল, বিদেশি মদ, শাড়ি, থ্রি–পিস, কম্বল, মোটরসাইকেল, বিভিন্ন প্রকার ওষুধ ও প্রসাধনী সামগ্রীসহ এক চোরাকাররিকে আটক করা হয়। পৃথক অভিযানে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ এক নারীকে আটক করা হয়।

সারাবাংলা/এসআর

আটক চোরাকারবারি বিজিবি বেনাপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর