Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোর সন্দেহে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

স্পেশাল করেসপডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ২১:০০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ২২:৫৫

মরদেহ। প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ‘গণপিটুনিতে’ এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, পেশায় সিএনজি অটোরিকশাচালক ওই যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত মো. রুবেল (৩০) উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি উপজেলার লালানগর এলাকায় থাকতেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত একটার দিকে লালানগর বাজারে একদল লোক তার বিরুদ্ধে অটোরিকশা চুরির অভিযোগ এনে তাকে আটকে মারধর করে। এতে রাতেই তার মৃত্যু হয়।

শুক্রবার দুপুরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানিয়েছেন, চোর সন্দেহে রুবেলকে পিটিয়ে খুনের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/আরডি/এইচআই

গণপিটুনি চট্টগ্রাম পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

বিপিএলের টিকিট মিলবে যেভাবে
২৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪০

হাল না ছাড়ার প্রত্যয় গার্দিওলার
২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪

আরো

সম্পর্কিত খবর