Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরক্কোর উপকূলে নৌকাডুবিতে ৬৯ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪ ১৯:০৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ২০:৫৫

আটলান্টিক রুট যা বিশ্বের সবচেয়ে মারাত্মক রুট হিসেবে পরিচিত। সংগৃহীত ছবি

মরক্কোর উপকূলে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার পথে একটি নৌকা ডুবে অন্তত ৬৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। ১৯ ডিসেম্বর ঘটনাটি ঘটার পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মালির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মালির প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, নৌকাটিতে প্রায় ৮০ জন যাত্রী ছিল। এদের মধ্যে মাত্র ১১ জন জীবিত উদ্ধার হয়েছেন।

পশ্চিম আফ্রিকার উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ পর্যন্ত আটলান্টিক রুট বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন পথ হিসেবে পরিচিত। এ বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৪১ হাজার ৪২৫ অভিবাসী এই রুট অতিক্রম করেছেন, যা গত বছরের ৩৯ হাজার ৯১০ জনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

মালির সাহেল অঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান সংঘাত, বেকারত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ নানা কারণে মানুষ এই বিপজ্জনক পথ বেছে নিচ্ছে।

অভিবাসীদের সহায়তাকারী সংগঠন ওয়াকিং বর্ডারস জানিয়েছে, ২০২৪ সালে আফ্রিকার আটলান্টিক উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পাড়ি দেওয়ার পথে ৯ হাজার ৭৫৭ জন অভিবাসী সমুদ্রে প্রাণ হারিয়েছেন। সব রুট মিলিয়ে এ বছর স্পেন যাওয়ার পথে ১০ হাজার ৪৫৭ জনের মৃত্যু হয়েছে, যা প্রতিদিন প্রায় ৩০ জনের মৃত্যুর সমান।

ওয়াকিং বর্ডারস সংগঠন জানিয়েছে, অভিবাসীদের জীবন রক্ষার চেয়ে অভিবাসন নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দেওয়া এবং উদ্ধারে গাফিলতি মৃত্যুর সংখ্যা বৃদ্ধির মূল কারণ। তারা সরকারদের উদ্দেশ্যে মানবাধিকারের চেয়ে অভিবাসন নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ এনেছে।

মরক্কো ও মৌরিতানিয়া থেকে যাত্রা করা অভিবাসীদের জন্য এই রুটটি সবচেয়ে বিপজ্জনক। এ বছর এই রুটে ৬ হাজার ৮২৯ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

উপকূল নিহত নৌকা ডুবি মরক্কো স্পেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর