Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ১৬:০০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৭

বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনর কেন্দ্রীয় উপদেষ্ঠা মাওলানা মো. শাহজাহান

বান্দরবান: উৎসবমুখর পরিবেশে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বান্দরবান জেলা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে হিলভিউ কনভেনশন হলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনর কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা মো. শাহজাহান।

এ সময় তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বান্দরবান জেলার ৩৭ সদস্যের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হয়েছে অধ্যপক ফারুক আহাম্মদ, সাধারণ সম্পাদক হয়েছেন তৌফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান বলেন, ‘অতীতে বিশ্বের কোনো সরকার পালিয়ে যাওয়ার পর আর ফিরে আসতে পারেনি, শেখ হাসিনাও পারবেন না। বর্তমান শতাব্দী হচ্ছে স্বৈরচার বিদায়ের শতাব্দী, ফ্যাসিবাদ বিদায়ের শতাব্দী। শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মানুষ, যারা গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে, রাজতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে, আজ তাদের বিরুদ্ধে আওয়াজ উঠেছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ১৬ বছর আগে ওমরাহ পালন করে এসে মাথায় কালো কাপড় বেঁধে হাতে তসবি নিয়ে জেলায় জেলায় গিয়ে জনগণের কাছে অতীতের অপরাধের জন্য ক্ষমা চেয়ে মানুষের কাছে ভোট চাইতেন। কিন্তু যখন ক্ষমতায় আসলেন, নিজেও অতীতের ক্ষমা চাওয়ার কথা ভুলে গেলেন।’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা শাখার সভাপতি অধ্যাপক ফারুক আহম্মদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের বান্দরবান জেলার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমির এস এম আবদুচ ছালাম আজাদ।

বিজ্ঞাপন

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি এস এম লুৎফর রহমান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য শামসুল আলম বাহাদুর, জেলা জামায়াতের নায়েবে আমির ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা আবদুল আউয়ালসহ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা।

সারাবাংলা/এসডব্লিউ

বান্দরবান শ্রমিক কল্যাণ ফেডারেশন সম্মেলন

বিজ্ঞাপন

ভারত থেকে ফিরলেন ৭ বাংলাদেশি
২৮ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৪

আরো

সম্পর্কিত খবর