সচিবালয়ে আগুন: তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
২৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৮ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৮
ঢাকা: আগুনে পোড়া সচিবালয়ের সাত নম্বর ভবন পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়। কর্মপন্থা নির্ধারন করার জন্যই এই বৈঠক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সভা শেষে কমিটির সব সদস্য সাত নম্বর ভবনের আগুনে পোড়া ফ্লোরগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কমিটি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভায় যোগ দিয়েছেন। এছাড়াও অগ্নিদগ্ধ ফ্লোরে কি কারণে আগুন লেগেছে, তা যাচাইয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষত সিআইডি, র্যাব, পুলিশের এ সংক্রান্ত বিশেষজ্ঞ দল অগ্নিদগ্ধ স্থানসমূহ পরিদর্শন করে আলামত সংগ্রহের চেষ্টা করছে বলে জানা গেছে। তাদের সঙ্গে সেনা বাহিনীর বিশেষজ্ঞ দল, ফায়ারসার্ভিসের একটি দলও ছিলো।
সরেজমিন দেখা গেছে, সচিবালয়ের নিরাপত্তায় সব প্রবেশ মুখ বন্ধ রয়েছে। সব প্রবেশ মুখেই কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। নিরাপত্তায় সেনা, পুলিশ, আনসার, এপিবিএনসহ সব গোয়েন্দা সংস্থা মোতায়েন রয়েছে।
এছাড়াও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এমন এক কর্মকর্তা জানিয়েছেন, সচিবালয়ে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মূল প্রবেশ পথের বাইরে গাড়ি রেখে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
দুপুর পৌনে একটার দিকে তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘নাশকতা নাকি দুর্ঘটনা এই বিষয়ে মন্তব্য করার মতো অবস্থা এখনও হয়নি। আমরা এসেছি। বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। তদন্ত সাপেক্ষে বাকি কথা বলা যাবে।’
সারাবাংলা/জেআর/এনজে