‘রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আজারবাইজানের বিমান ভূপাতিত করেছে’
২৭ ডিসেম্বর ২০২৪ ১৩:১২ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৬:১১
আজারবাইজান এয়ারলাইনসের কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমানটিকে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘ভূপাতিত’ করেছে বলে অভিযোগ উঠেছে। উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আজারবাইজানের করা তদন্তের প্রাথমিক ফলাফলে এটি পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আজারবাইজানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
আজারবাইজানের তদন্তের ব্যাপারে দেশটির একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে, উড়োজাহাজটিকে রাশিয়ার প্যান্টসির-এস আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে আঘাত করা হয়েছিল।
সূত্রটি আরও জানিয়েছে, গ্রোজনিতে যাওয়ার সময় উড়োজাহাজটির যোগাযোগ অকার্যকর হয়ে গিয়েছিল। তবে এটি উদ্দেশ্যমূলকভাবে ভূপাতিত করা হয়েছে কি-না সেটি নিশ্চিত নয়। তবে প্রতিষ্ঠিত তথ্য বিবেচনায় নিয়ে রাশিয়ার কর্তৃপক্ষ আজারবাইজানের উড়োজাহাজটি ভূপাতিত করার কথা স্বীকার করবে বলে আশা প্রকাশ করে সূত্রটি।
আজারবাইজানের তদন্ত একই প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে অপর আরও তিনটি সূত্র।
তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘কোনো কিছু প্রমাণ হওয়ার আগে বা তদন্তের পর এ বিষয়ে চূড়ান্ত মতামত দেওয়া উচিৎ । অনুমান নির্ভর কোনো তথ্য দাঁড় করানো ঠিক নয়।’
আজারবাইজানের তদন্তের বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে তারা এ বিষয়ে কোনো সাড়া দেয়নি।
এক মার্কিন কর্মকর্তা বলেছেন, রাশিয়ান বিমানবিধ্বংসী ব্যবস্থা আজারবাইজানের ফ্লাইটটিতে আঘাত করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে কানাডা বলেছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উড়োজাহাজটিকে আঘাত করেছে—এমন খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী কানাত বজুমবায়েভ বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে, এ কথা তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন না।
গেল বুধবার (২৬ ডিসেম্বর) কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাজটি (ফ্লাইট জে২-৮২৪৩) ‘বিধ্বস্ত’ হয়। এতে ৩৮ জন নিহত হন। উড়োজাহাজটিতে যাত্রী-ক্রু মিলে ৬৭ আরোহী ছিলেন। উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ায় গ্রোজনি শহরের উদ্দেশে রওনা করেছিল। একটি পর্যায়ে উড়োজাহাজটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।
উড়োজাহাজটি এমন একটি এলাকায় ছিল, যেখানে বারবার ইউক্রেনীয় ড্রোনের বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করেছে রাশিয়া।
আরও পড়ুন-
কাজাখস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৩৮
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
সারাবাংলা/এমপি