বিপিএল ২০২৫
ফরচুন বরিশালে এশিয়া কাপ জয়ী ইমন
২৭ ডিসেম্বর ২০২৪ ১২:৪০
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়দের মতো জাতীয় দলের তারকা ঠাঁসা স্কোয়াড ফরচুন বরিশালের। ‘মিনি জাতীয় দল’ হয়ে ওঠা বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবার দলে টানল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এশিয়া কাপ জিতে আসা ইকবাল হোসেন ইমনকে। গতকাল (বৃহস্পতিবার) রাতে আনুষ্ঠানিক ঘোষণায় ইমনকে দলে ভেড়ানোর খবর জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সর্বশেষ যুব এশিয়া কাপে দলকে শিরোপা জেতানোর নেপথ্যে দারুণ অবদান রেখেছেন ইমন। পাঁচ ম্যাচে ১৩ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা। ভারতের বিপক্ষে ফাইনালে ৭ ওভার বল করে এক মেইডেনসহ ২৪ রানে তিন উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। গত মঙ্গলবার শেষ হওয়া এনসিএল টি-টোয়েন্টিতেও খেলেছিলেন এই ডানহাতি পেসার। ঢাকা বিভাগের হয়ে ছয় ম্যাচে নেন পাঁচ উইকেট। সেরা বোলিং ফিগার রাজশাহী বিভাগের বিপক্ষে ২৬ রানে তিন উইকেট।
বিপিএল সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বরিশাল। বিদেশি ক্রিকেটাররাও যোগ দিতে শুরু করেছেন দলের সাথে। আগামী ৩০ ডিসেম্বর নবাগত দুরন্ত রাজশাহীর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নামছেন তামিম-শান্তরা।
ফরচুন বরিশাল স্কোয়াড-
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, মোহাম্মদ নবী, কাইল মেয়ার্স, আলি মোহাম্মদ, খান জাহান্দাদ, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, জেমস ফুলার, পাথুম নিসাঙ্কা, এবাদত হোসেন চৌধুরী, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, নান্দ্রে বার্গার, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম ও ইকবাল হোসেন ইমন।
সারাবাংলা/জেটি