তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, লাখ টাকা জরিমানা আদায়
২৬ ডিসেম্বর ২০২৪ ২১:৫০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৮
ঢাকা: গাজীপুরের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং নগদ অর্থ জরিমানা করেছে তিতাস। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ অভিযান চালানো হয়।
তিতাস সূত্রে জানা গেছে, গাজীপুরের জয়দেবপুরে সালনা ও ছয়দানা হাজীর পুকুর এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়েছে। অভিযানকালে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস মোবাইল কোর্ট পরিচালনা করে এপারেল প্রসেসিং ওয়াশিং ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করেন এবং দুইটি বুস্টার জব্দ করেন।
এ সময় অবৈধভাবে স্থাপিত আনুমানিক ২” ব্যাসের ৭০০ মিটার, ১” ব্যাসের ২৫০ মিটার, ৩/৪” ব্যাসের ১০০ মিটার ও হোস পাইপ ১” ব্যাসের ৮০০ মিটার পাইপ লাইন উত্তোলন ও জব্দ করা হয়।
এ সকল অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের ফলে আনুমানিক ১০০টি বাড়ির ২৫০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
সারাবাংলা/জেআর/এইচআই