Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারে আসা দর্শনার্থীদের তল্লাশি করে গাঁজা উদ্ধার

স্পেশাল করেসপডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ২১:১৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার

ঢাকা: কেন্দ্রীয় কারাগারে থাকা আসামিদের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীদের তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের প্রেসনোটে বলা হয়, গত ১৫ ডিসেম্বর থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে কারা কর্মকর্তা-কর্মচারী, দর্শনার্থী ও বন্দি চলাচলের স্থানগুলোতে ডগ স্কোয়াড এর মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রেসনোটে আরও বলা হয়, ডগ স্কোয়াড এর তল্লাশির মাধ্যমে আগত দর্শনার্থীদের নিকট হতে ইতোমধ্যে গাঁজা, ইয়াবা ইত্যাদি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ জড়িত দর্শনার্থীকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এইচআই

কেন্দ্রীয় কারাগার ডগ স্কোয়াড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর