রাজধানীর সবুজবাগ থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ২১:২০
২৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ২১:২০
ঢাকা: রাজধানীর সবুজবাগ ওহাব কলোনীর একটি বাসা থেকে সিমা আক্তার (২২) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) বিকালে ওহাব কলোনীর পাঁচতলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিমা আক্তারের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা এলাকায়। রাজিব নামের এক ব্যক্তিসহ তারা দুইজন স্বামী-স্ত্রী পরিচয়ে ওই কলোনীতে বাসা ভাড়া নেন।
সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) ফাতেমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকালে খবর পেয়ে দরজা ভেঙ্গে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এসময় দরজা বাইরের দিক থেকে তালা লাগানো ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসআর