ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে নওগাঁয় মানববন্ধন
২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৫০
নওগাঁ: ‘কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালায় চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপ-সচিব পদে সকল কোটার অবসান ও ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিসিএস ক্যাডাররা।
সারা দেশের মতো বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে শহরের মুক্তির মোড়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রশাসন ক্যাডার বাদে অন্য ২৫টি বিভাগে কর্মরত ক্যাডার দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন দফতরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, ডা. মো. আবু জার গাফফারসহ বিভিন্ন ক্যাডাররা।
মানববন্ধনে বক্তারা বলেন, পদোন্নতি এবং সুযোগ সুবিধায় তারা প্রশাসন ক্যাডারের চেয়ে বৈষম্যের শিকার হয়ে আসছেন। এ ছাড়া কোটামুক্ত উপসচিব পুল গঠন, পরীক্ষার মাধ্যমে পদোন্নতির জোরালো দাবি জানানো হয়।
এ সসয় তারা জানান, দ্রুত সময়ে তাদের এই যৌক্তিক দাবি পূরণ না করা হলে পরবর্তীতে আরও কঠিন কর্মসূচি নিয়ে রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সারাবাংলা/এইচআই