Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনস্টাসকে ধাক্কা দিয়ে আইসিসির শাস্তি পেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:২৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫০

কনস্টাসকে ধাক্কা দিয়ে জরিমানা কোহলির

মেলবোর্নে আজ (বৃহস্পতিবার) বক্সিং ডে টেস্টে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের প্রথমদিন ভারতের বোলারদের ওপর তাণ্ডব বইয়ে দিয়েছেন অভিষিক্ত অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাস। সর্বকনিষ্ঠ এই অজি ওপেনারের কাঁধে ধাক্কা দিয়ে আলোচিত ঘটনার জন্ম দিয়েছেন বিরাট কোহলি। 

এই ঘটনায় আইসিসিও তাৎক্ষণিক শাস্তির ঘোষণা দিয়েছে কোহলিকে। ম্যাচ ফির ২০% জরিমানা করা হয়েছে সাবেক ভারত অধিনায়ক কোহলিকে। একইসাথে দেয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। 

বিজ্ঞাপন

অনফিল্ড আম্পায়ার জীয়েল উইলসন-মাইকেল গফ, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও ফোর্থ আম্প্যার শন ক্রেইগের রিপোর্টের ভিত্তিতে কোহলির বিরুদ্ধে আইসিসির নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। কোহলির এই আচরণ আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.১২ অনুচ্ছেদের পরিপন্থী। ম্যাচ  রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নিজের দোষ স্বীকার করে নেয়ায় কোহলিকে আনুষ্ঠানিক কোনো শুনানির মধ্যে দিয়ে যেতে হয়নি। 

ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়ার ইনিংসের দশম ওভারে। সিংগেল সম্পন্ন করে নন স্ট্রাইকিং এন্ড থেকে অপর প্রান্তে উসমান খাওয়াজার দিকে যাচ্ছিলেন কনস্টাস। বল কুড়িয়ে হাতে নিয়ে বিপরীত দিক থেকে আসছিলেন কোহলি। পথিমধ্যে দুজনে ধাক্কা লাগে। এরপর দুজন জড়িয়ে পড়েন বাদানুবাদে। উসমান খাওয়াজা এসে কোহলির কাঁধে হাত রেখে তাকে থামানোর চেষ্টাও করেন।

সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংয়ের মতে কোহলি উদ্দেশ্য প্রণোদিত হয়ে এমনটা করেছেন। সেভেন ক্রিকেটের ধারাভাষ্যে পন্টিং তখন বলেন, ;’বিরাট পুরোটা পিচ হেটে এসেছে নিজের ডানপাশ ঘেষে (যেদিকে কনস্টাস ছিলেন) এবং এসে ইচ্ছে করে এই ঝামেলাটা পাকিয়েছে। এই বিষয়ে আমার কোনো দ্বিধা নেই।’

বিজ্ঞাপন

আইসিসির নিয়ামানুযায়ী, ২৪ মাস সময়সীমার মধ্যে কোনো ক্রিকেটার যদি চারটি ডিমেরিট পয়েন্ট পান, তাহলে প্রতি দুই পয়েন্টের জন্য একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে তিনি নিষিদ্ধ হবেন। ডিমেরিট পয়েন্টের মেয়াদকাল ২৪ মাস। এই একটি ডিমেরিট পয়েন্ট থেকে যাবে কোহলির ডিসিপ্লিনারি রেকর্ডে। 

সারাবাংলা/জেটি

আইসিসি বিরাট কোহলি বোর্ডার-গাভাস্কার ট্রফি স্যাম কনস্টাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর