Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে খেলার মাঠে মেলা, বন্ধের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:২০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:২২

মানববন্ধন।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের পৌর শহরের ষোলঘর স্টেডিয়াম খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন জেলার আইনজীবীরা। এর আগে জেলা প্রশাসক বরাবার দেওয়া হয়েছে স্মারকলিপি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) দুপুরে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে আইনজীবী ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। এতে ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, সিনিয়র আইনজীবী আবুল মজাদ চৌধুরী, মতিয়া বেগম ও মাসুদুল হক সুমেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, প্রতিবছর বাণিজ্য মেলার নামে মাঠ দখল করে অশ্লীল কার্যকলাপ করে আসছে। এছাড়াও শব্দদূষণে শিশু ও বৃদ্ধরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদেরও পড়াশুনোয় বিরূপ প্রভাব পড়ছে।

বক্তারা আরোও বলেন, জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়ে অনুরোধ জানিয়েছি মেলার আয়োজন যাতে শহরের বাইরে উপ-শহরে করা হয়। কিন্তু জেলা প্রশাসক এলাকাবাসীর কথা মূল্যায়ন করছেন না।

হুঁশিয়ারি দিয়ে তারা আরও বলেন, খেলার মাঠ দখল করে মেলার আয়োজন করা হলে আলেম সমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন করা হবে।

সারাবাংলা/এসআর

খেলার মাঠে মেলা মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর