নরসিংদীতে ছাত্রদলকর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন
২৬ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৩
নরসিংদী: নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলকর্মী হুমায়ূন আহমেদকে (৩৫) গুলি করে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে হত্যাকারীদের আইনের সর্বোচ্চ বিচারের আওতায় আনার দাবি করেন। প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে আইন নিজের হাতে তুলে নেয়াসহ আরো বড়ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।
এর আগে শনিবার (২১ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে ছাত্রদল নেতা হুমায়ূন আহমেদকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় তার বুকে ও মাথায় দুটি লাগে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ছাত্রদল নেতা হুমায়ূন আহমেদ (৩৫) নগর পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন।
এ ঘটনায় নিহতের ভাই আল মামুন বাদী হয়ে মাধবদী থানায় ১২ জনকে প্রধান আসামিসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
সারাবাংলা/এনজে