Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিমানের সিটের নিচ থেকে ২০টি সোনার বার উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৫:৪০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৩০

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার করা স্বর্ণের বার

চট্টগ্রাম ব্যুরো:  চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীর আসনের নিচ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়। জব্দ করা সোনার দাম ২ কোটি ৬০ লাখ টাকা। এ ঘটনায় এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার তথ্যের ভিত্তিতে বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর যৌথভাবে অভিযান পরিচালনা করে এসব  সোনা উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল সারাবাংলাকে জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের ভেতরে অভিযান পরিচালনা করে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে, যার ওজন ২ কেজি ৩০০ গ্রাম। স্বর্ণের বারগুলো বিশেষ কায়দায় বিমানের ৯ জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে লুকানো ছিল। উদ্ধার করা সোনা বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় ফৌজদারী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে ওই যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে।

সারাবাংলা/আইসি/আরএস

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সোনার বার উদ্বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর