Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে আগুন
শেখ হাসিনার দালালরা নিজেদের অপকর্মের ফাইল পুড়িয়েছে: সারজিস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৫:২৩ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৩০

সারজিস আলম।

ঢাকা: সচিবালয়ে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দালালরাই তাদের অপকর্ম ঢাকতে সব ফাইল পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে স্ট্যাটাস দেন তিনি।

ফেসবুকে সারজিস আলম লিখেছেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল, তাদের মধ্যে অন্যতম স্টেকহোল্ডার ছিল আমলাদের বৃহৎ একটা অংশ। এদের ওপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল। যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিল।

তিনি আরও লেখেন, রাষ্ট্রসংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শিকড় উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নাই।

তিনি বলেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম ভাই বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হোন। পুরো বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে সচিবালয়ের ৭ নম্বর ওই ভবনে আগুন লাগে। রাত ১টা ৫২ মিনিটে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১টা ৫৪ মিনিটে। একে একে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট সেখানে নিয়োজিত হয়। প্রায় ঘণ্টা পর সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/ইআ

সচিবালয়ে আগুন সারজিস আলম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর