Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি কৃষি ক্যাডারদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৪:০৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:১০

রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদফতরের সামনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের মানববন্ধন। ছবি: সারাবাংলা

ঢাকা: উচ্চসচিব পদে সকল কোটার অবসান ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদফতরের সামনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশন এ দাবিতে মানববন্ধন করে। এতে কৃষি সম্প্রসারণ অধিদফতরে কর্মরত কৃষি ক্যাডারের কর্মকর্তাসহ আরও অংশ নেন একাধিক প্রকল্প পরিচালক।

বিজ্ঞাপন

সকাল ১১ টায় শুরু হওয়া এই মানববন্ধন চলে প্রায় এক ঘন্টা। এসময় খামারবাড়ির ভেতরে কোন গাড়ি প্রবেশ করতে দেয়নি মানববন্ধনকারীরা। খামারবাড়ির ভেতরে প্রবেশে অন্যদের ক্ষেত্রেও ছিলো কড়াকড়ি।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রশাসন ক্যাডার ব্যাতীত আমরা বাকি ২৫ ক্যাডার বঞ্চিত। আমরা কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই। উচ্চসচিব পদে সকল কোটার অবসান চাই।’

মানবন্ধনে কৃষি ক্যাডারের কর্মকর্তারা বলেন, ‘ক্যাডারে কোনও বৈষম্য থাকতে পারেনা। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বৈষম্য বজায় রাখতে চাচ্ছেন। তারা সরাসরি ফ্যাসিবাদের সমর্থন দিয়েছেন। এখন অন্তর্বর্তী সরকারকেও বিব্রত করছেন। প্রশাসন সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা মানতে হবে।’

কর্মকর্তারা আরও বলেন, আগামী ৪ তারিখ রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে কৃষি ক্যাডারের কর্মকর্তাদের জনসভা অনুষ্ঠিত হবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি হাতে নেওয়া হবে। এদিকে, রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছে বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তারাও।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এনজে

আন্তঃক্যাডার কৃষি ক্যাডার বৈষম্য মানববন্ধন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর