অবৈধপথে ভারত থেকে ফেরার সময় শিশুসহ ১৬ বাংলাদেশি আটক
২৫ ডিসেম্বর ২০২৪ ২৩:০৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ২৩:০৮
বেনাপোল: অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (২৫ ডিসেম্বর) যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ ধান্যখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা।
আটকরা হলেন- সাতক্ষীরা জেলার আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), পিরোজপুর জেলার বনানী শিকদার (৩৫), যশোর জেলার শাহিনুর রহমান (৩৫) এবং কুষ্টিয়া জেলার জিহাদ (২৭), মিন্টু (৩৭), রনি (২৮), জনি (৩২), কমল প্রমানিক (২২) ও আসলাম (৩২)।
.
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কাজের সন্ধানে তারা সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায়। পরবর্তী দালালের মাধ্যমে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদের আটক করা হয়। আটককৃত ৬ জনকে শার্শা থানায় এবং ১০জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এসআর