Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্বৃত্তের হামলায় জনবাণী সম্পাদকসহ ৪ সাংবাদিক আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ২০:৫৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০২:৪৪

দুর্বৃত্তের হামলায় আহত জনবাণী সম্পাদক শফিকুল ইসলামসহ চার জন

ঢাকা: দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলা করেছে দৃর্বৃত্তরা। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলামোটর প্লানার্স টাওয়ার এলাকায় পত্রিকাটির কার্যালয়ের পাশে এ হামলা হয়।

হামলায় জনবাণী পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন আহত হন। সন্ধ্যা ৬টায় তাদের ঢাকা মেডিকেলে হাসপাতালে আনা হয়। সেখানে আহত সবাই চিকিৎসা নেন। এদের মধ্যে সম্পাদক শফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আহত সাংবাদিক বশির হোসেন খান বলেন, ‘বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে ২০/২২ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। তখন আমরা কিছুই বুঝতে পারছিলাম না। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের ওপর হামলা করেছে। আমরা কাউকে চিনতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘ঘটনার আগে রমজান নামে এক ব্যক্তি জনবাণীর কার্যালয়ে গিয়েছিল হুমকি দিয়েছিল। তখন আমরা অফিসে ছিলাম না। অফিসে না পেয়ে দুর্বৃত্তরা আমাদের খুঁজে বের হয়ে রাস্তায় হামলা চালায়।’

পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে জানিয়ে বশির হোসেন খান, ‘তারা আমাদের প্রথমে নাম জিজ্ঞেস করে। এর পর হামলা চালায়। এমনভাবে এসেছিল যে, মনে হয়েছে দূর থেকে কেউ দেখিয়ে দিয়েছে। হামলায় সম্পাদকের মাথা, হাত ও পিঠে ক্ষত হয়েছে।’

আহতরা জানান, প্রাথমিকভাবে বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। এ ব্যাপারে মামলা করা হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, মারধরের শিকার চার সাংবাদিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

৪ সাংবাদিক আহত জনবাণী সম্পাদক টপ নিউজ দুর্বৃত্তের হামলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর