Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানের দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বড়দিন উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:০২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:১৯

দূর্গম পাহাড়ে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের আনন্দ উদযাপন করেছে সেনাবাহিনী।

বান্দরবান: জেলায় দুর্গম পাহাড়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের আনন্দ উদযাপন করেছে সেনাবাহিনী।

বুধবার (২৫ ডিসেম্বর) সেনাবাহিনীর ৯৭ পদাতিক বিগ্রেডের তত্ত্বাবধানে রুমা জোনের ১ বীর (দি গ্যালান্ট ওয়ান) এর অধীন সুংসুং পাড়া আর্মি ক্যাম্প ও বগালেক পাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পাড়ার খ্রিষ্টান ধর্মাবলম্বী ও চার্চে বড়দিন উপলক্ষে কেক বিতরণ ও বাচ্চাদের উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বড়দিন পালন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় সেনাবাহিনীর সঙ্গে বড়দিন উদযাপনের আনন্দ ভাগাভাগি করতে উচ্ছ্বাস দেখা যায় পাড়াবাসীদের মধ্যে।

দুর্গম পাহাড়ে নিরাপত্তা প্রদানের পাশাপাশি সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বড়দিন উপলক্ষে সেনাবাহিনী মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, প্রীতি ফুটবল প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করে।

সুংসুং পাড়া, থাইকং পাড়া, নতুন রোমানা পাড়া, পুরাতন রোমানা পাড়া, লোন থাঊচি পাড়া, উদ্যোমী জাদিপাই পাড়া, জাদিপাই পাড়া, দার্জিলিং পাড়া, ধোপানীছড়া পাড়া, খুমী পাড়া, বগালেক পাড়া, সৈকত পাড়া, নতুন কেষ্ট পাড়া, পুরাতন কেষ্ট পাড়া, জনেরাম পাড়া, রুংতন পাড়া, প্রং ফুং পাড়া, হারমন পাড়া, কমলা বাজার পাড়া, ফাইনং পাড়া, খুলিয়ান পাড়া, লিয়ানতং খুমী পাড়া, কেউতাই পাড়া, অংশাই খুমী পাড়া, আনন্দ পাড়াসহ মোট ২৫টি দুর্গম এলাকায় বড়দিন উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী এসব কর্মকান্ড পালন করে সেনাবাহিনী।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত জনগণের জন্য জনকল্যাণমূলক এসব কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পাড়ায় বসবাসকারী সব জনগোষ্ঠীর নিরাপত্তা প্রদানের পাশাপাশি সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর বলে জানায় প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

বড়দিন উদযাপন বান্দরবান সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর