Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তেই আটক ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৯

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশী যুবককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশী যুবককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ভারত হয়ে ভুটানে যাওয়ার পরিকল্পনা নিয়ে যাচ্ছিলেন তারা। ইচ্ছা সেখানকার গার্মেন্টেসে কাজ করার।

গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রাণীনগর সীমান্তে মেইন পিলার ২৯৬ এলাকা হতে চারশ গজ বাংলাদেশ অভ্যন্তর হতে তাদের আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাদের বিরামপুর থানায় হস্তান্তর করে বিজিবি।

বিজ্ঞাপন

আটকরা হলেন-নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফারাতলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাহজাহান ভুঁইয়া (৩৪) ও পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চংগাপাশা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মাসুম বিল্লাহ (৩৫)।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটকরা গার্মেন্টস কর্মী। তারা ভুটানের গার্মেন্টেসে কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। পরে তাদেরকে বিজিবি আটক করে থানায় এনে তাদের নামে পাসপোর্ট আইনে মামলা করেছে এবং বুধবার তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

আটক ২ বিরামপুর সীমান্ত ভারতে অবৈধভাবে প্রবেশ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর