Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত বেড়ে ৪৬

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:০২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৮

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী একটি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) তালেবান সরকারের মুখপাত্র এএফপিকে এ কথা জানিয়েছেন।

মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘মঙ্গলবার রাতে পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলার চারটি স্থানে বোমাবর্ষণ করে। এতে ৪৬ জন নিহত হন। এদের অধিকাংশই শিশু ও নারী।’

এদিকে বুধবার সকালে দ্য টামইস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে এ হামলা চালিয়েছে পাকিস্তান। পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান। এর মধ্যে লামানে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রের দাবি, পাকিস্তানের যুদ্ধবিমান এই বোমা হামলার জন্য দায়ী। প্রতিবেদনগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছে, বিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে।

এছাড়া বিমান হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতর ভাবে হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে, যা এই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করতে এবং হামলার দায় স্পষ্ট করতে আরও তদন্ত প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- আফগানিস্তানে পাকিস্তানের ব্যাপক বিমান হামলা, নিহত ১৫

প্রসঙ্গত, পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ বাড়িয়েছে। আর পাকিস্তান এই জঙ্গিদের আশ্রয় দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই আফগান তালেবানকে অভিযুক্ত করে আসছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

আফগানিস্তান পাকিস্তানি বিমান হামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর