Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে জখম, ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৯:২৫

পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে আহত, ঢামেকে মৃত্যু

ঢাকা: রাজধানীর লালবাগ নবাবগঞ্জ এলাকায় পাওনা টাকা চাওয়ায় হুসাইন শুভ (৩৫) নামে মুরগি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন শাকিল নামের এক যুবক। পরে চিকিৎসার জন্য ঢামেকে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শুভ। এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নবাবগঞ্জ বাজার বড় মসজিদের পেছনে শাকিল নামের এক যুবক শুভকে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢামেকে ভর্তি করেন।

বিজ্ঞাপন

নিহত শুভর ভাই মো. শাহাদাত হোসেন বলেন, তাদের বাসা লালবাগ ডুরি আঙ্গুল লেন এলাকায়। নবাবগঞ্জ বাজারে মুরগির ব্যবসা করতেন শুভ। বাবার নাম মৃত আব্দুস সালাম। সোমবার রাতে বাজার থেকে বাসায় ফেরার সময় তাকে শাকিল নামে এক যুবক শুভকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে তারা খবর পেয়ে দ্রুত তাকে ঢামেকে ভর্তি করেন।

শাহাদত আরও বলেন, আহত অবস্থায় শুভ তাদেরকে বলেছেন নবাবগঞ্জ এলাকার শাকিল নামে এক যুবকের কাছে ১১০০ টাকা পাওনা ছিল তার। রাতে সেই পাওনা টাকা চাইতে যাওয়ার পরেই তাকে কুপিয়ে আহত করে শাকিল।

লালবাগ থানা নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গির আলম বলেন, ‘মৃত শুভর স্বজনদের কাছে জানতে পেরেছি এলাকার শাকিল নামে এক যুবকের কাছে ১১০০ টাকা পেত সে। গত সোমবার দিবাগত রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাকিল শুভকে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে আহত করে। পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শুভ।’

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃত শুভর ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

কুপিয়ে জখম নবাবগঞ্জ নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর