Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলা বিএনপির স্থগিত প্রাথমিক সদস্যপদ ফিরে পেলেন সুফিয়ান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৪ ১৪:৫১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৬:০৬

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান দলের প্রাথমিক সদস্যপদ ফিরে পেয়েছেন। বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তা করার অভিযোগে সদস্যপদ স্থগিত করে সুফিয়ানকে সাংগঠনিক শাস্তি দিয়েছিল কেন্দ্রীয় বিএনপি।

বুধবার (২৫ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে সুফিয়ানের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়ার কথা বলা হয়েছে। একই চিঠিতে তাকে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে না জড়ানোর জন্য সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

আবু সুফিয়ান সারাবাংলাকে বলেন, ‘বিনা দোষে শাস্তি পেয়েছিলাম। ব্যক্তিগতভাবে আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলাম না। দলের সর্বস্তরের নেতাকর্মীরা এবং জনগণ দুঃসময়ে আমাকে ছায়ার মতো আগলে রেখেছেন। তাদের প্রতি এবং আমার নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা।’

গত ২৯ আগস্ট চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকার একটি ওয়্যার হাউস থেকে একে একে ১৪টি বিলাসবহুল গাড়ি বের হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। সুফিয়ানসহ বিএনপির তিন নেতার তদারকিতে এস আলমের গাড়িগুলো পার করে দেওয়ার অভিযোগ ওঠে।

এরপর ১ সেপ্টেম্বর বিএনপি কেন্দ্র থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে। একই সঙ্গে কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়।

তবে তারা তিনজনেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

সারাবাংলা/আরডি/এসআর

আবু সুফিয়ান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর