Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিম তীরে ইসরাইলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪ ১৫:০৪ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৬:০৬

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দুই নারী এবং একজন তরুণ আছেন। এই হামলাগুলো অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম এবং নুর শামস শরণার্থী শিবিরে চালানো হয় বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তুলকারেম শরণার্থী শিবিরে ইসরাইলি ড্রোন হামলা এবং সৈন্যদের গুলিতে সাতজন নিহত হয় এবং নুর শামস শরণার্থী শিবিরে একজন নিহত হয়। মঙ্গলবার ভোরে শুরু হওয়া রক্তক্ষয়ী ইসরাইলি সামরিক অভিযানের একদিন পরে এই হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে দুই ফিলিস্তিনি নারী ছিলেন। তাদের নাম খাওলা আলি আবদুল্লাহ আবদো (৫৩) এবং বারা খালিদ হুসাইন (৩০)। তরুণটির নাম ফাতি সাইদ সালেম ওবায়েদ। তারা ইসরাইলি হামলায় তুলকারেমে নিহত হন।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ওই তরুণ বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং দুই নারী ড্রোন হামলায় নিহত হন।

নুর শামস শরণার্থী শিবিরের নিহত ব্যক্তি মাহমুদ মুহাম্মদ খালেদ আমার। তাকে ইসরাইলি সেনারা গুলি করে এবং পরে শিবিরের আবু বকর আস-সিদ্দিক মসজিদ এলাকার মাটিতে মৃত অবস্থায় পাওয়া যায় বলে ওয়াফা জানিয়েছে।

নুর শামস শিবিরে একটি ইসরায়েলি ড্রোন হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও সংবাদ সংস্থাটি জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা তুলকারেমে একটি সন্ত্রাসবাদবিরোধী অভিযানে একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। পাশাপাশি আরও ১৮ জনকে গ্রেফতার করেছে এবং বেশ কয়েকটি অস্ত্র জব্দ করেছে। পরে তারা নুর শামস শরণার্থী শিবিরেও বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

ইসরাইলি হামলা ফিলিস্তিনি নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর