Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতায় জেল থেকে ছাড়া পেলেন পি কে হালদার

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪ ১০:৩৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৩:৫০

প্রশান্ত কুমার (পি কে) হালদার। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদার ভারতের পশ্চিমবঙ্গে অর্থপাচারের মামলায় জেল থেকে ছাড়া পেয়েছেন। দীর্ঘ আড়াই বছর পর তিনি কারাগার থেকে মুক্তি পেলেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয়।

কারাগার থেকে বেরিয়ে পি কে হালদার সাংবাদিকদের বলেন, ‘আমি এখন কিছু বলব না, পরে বলব। আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলে পরে সবকিছু জানাব।’

এর আগে, গত শুক্রবার পি কে হালদারের জামিন মঞ্জুর করে কলকাতার নগরদায়রা আদালত। সেক্ষেত্রে ১০ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেয় আদালত। সোমবার আদালতে সেই বন্ড জমা দেওয়া হয়। এরপর আদালত থেকে সেই কপি প্রেসিডেন্সি কারাগারে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি ছাড়া পান।

পি কে হালদারের সঙ্গে জামিন পান তার দুই সহযোগী স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মিত্র ও উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র। গতকাল সন্ধ্যায় পি কে হালদারের সঙ্গে কারাগার থেকে মুক্তি পান উত্তম মৈত্র। তবে নথি ও বন্ড–সংক্রান্ত জটিলতা থাকায় স্বপন মিত্র কারাগার থেকে মুক্তি পাননি। এ মামলার পরবর্তী শুনানি আগামী ৯ জানুয়ারি।

বাংলাদেশের চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে পি কে হালদার নামে-বেনামে সাড়ে তিন হাজার কোটি টাকা বের করে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। ২০২২ সালের মে মাসে পশ্চিমবঙ্গের রাজারহাটের একটি হোটেল থেকে পি কে হালদারকে গ্রেফতার করে ভারতে আর্থিক দুর্নীতি বিষয়ে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরে নানা জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে হালদারের আরও পাঁচ সহযোগীকে গ্রেফতার করেছিল সংস্থাটি।

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা দুদকের মামলায় গত বছরের অক্টোবরে পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেন আদালত।

সারাবাংলা/এইচআই

পি কে হালদার

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর