Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংস্কার করতে হবে সংসদে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ২১:৪৮ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০০:৪০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সভা শেষে কথা বলেন

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার করতে হবে সংসদে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সেই সংস্কার করবে। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে, তারা যদি কোনো সংস্কার প্রস্তাব রাখতে চায়, সেগুলো আমরা সংসদে আলোচনা করব।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ-অধিকার পরিষদ, গণফোরাম, পিপলস পার্টি, ভাসানী ন্যাপ ও বাম গণতান্ত্রিক ঐক্যর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন অতিসত্বর হওয়া দরকার। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, বৈদেশিক যে বিষয়গুলো সম্মুখীন হচ্ছে সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। একটি সংসদ সরকারের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে।’

তিনি বলেন, ‘৩১ দফা সংস্কার বাস্তবায়ণ করার জন্য যে বিষয়টা ছিল, সেটা আমরা আলোচনা করেছি। সেটার জন্য সবার প্রত্যাশা হচ্ছে, দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার। যারা আগামী দিনে ৩১ দফা বাস্তবায়ন করবে।’

গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এমন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা যেখানে প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। এটা গত ১৫ বছর আমরা করতে পারিনি। আজকে সে সুযোগটা এসেছে।’

সারাবাংলা/এজেড/এইচআই

আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর