Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বোচ্চ ১২৩ টাকায় ডলার কিনতে পাারবে ব্যাংকগুলো

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ২১:৫৬ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০০:৪০

ডলার ও টাকা। ছবি: সংগৃহীত

ঢাকা: ফের বাড়ল ডলারের দাম। বর্ধিত মূল্য অনুযায়ী এখন থেকে ব্যাংকগুলোকে ১২৩ টাকার বেশি দামে রেমিট্যান্স বা প্রবাসী আয় না কেনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মৌখিকভাবে এ নির্দেশনা দেওয়া হয়। ফলে ডলারের দাম আরও তিন টাকা বেড়েছে। কারণ, এর আগে ডলারের আনুষ্ঠানিক দাম ছিল ১২০ টাকা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ১৩টি ব্যাংকের সঙ্গে এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক ও বেসরকারি ব্যাংকের কয়েকজন ট্রেজারি প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ডিসেম্বরের শুরুতে পুরোনো আমদানি দায় পরিশোধের জন্য সরকারি কয়েকটি ও বেসরকারি খাতের একটি ব্যাংক বেশি দামে প্রবাসী আয়ের ডলার কিনতে শুরু করে। এতে অন্য ব্যাংকগুলোও বেশি দামে ডলার কিনতে বাধ্য হয়। ফলে হঠাৎ করেই ডলারের দাম বেড়ে যায়। তবে বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে হঠাৎ বেশি দামে ডলার কেনায় ১৩টি ব্যাংক চিহ্নিত করে সম্প্রতি তাদের কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাখ্যা চাওয়ার তালিকায় রাষ্ট্রীয় মালিকানার দু’টি এবং বেসরকারি খাতের ১১টি ব্যাংক ছিল। এরপর ব্যাংকগুলো রেমিট্যান্স দাম কমিয়ে আনে। গত দুই দিন মার্কেট ভালো থাকার কারণে রেমিট্যান্সের দামও কিছুটা আগের তুলনায় কমেছে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল। গত সপ্তাহে হঠাৎ করে ডলারের বাজারে অস্থিরতা শুরু হয়। কিছু ব্যাংক ১২৬ থেকে ১২৭ টাকায় ডলার কিনেছিল। যদিও রেমিট্যান্স কেনার সর্বোচ্চ রেট ছিল ১২০ টাকা। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের থেকে ফোন পাওয়ার পর ডলারের দাম একদিনের ব্যবধানে ৩ থেকে ৪ টাকা কমে গেছে। মঙ্গলবার অধিকাংশ ব্যাংকই ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার সংগ্রহ করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

১২৩ টাকা টপ নিউজ ডলার ব্যাংক রেমিট্যান্স

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর