Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাারাবাংলা ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪ ২০:১৮ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২০:১৯

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলরুমে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইলের সহযোগিতায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ডিএসইসি’র প্রায় তিন শতাধিক সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

ডিএসইসি সভাপতি মুক্তাদির অনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মীর মোস্তাফিজুর রহমান, কায়কোবাদ মিলন, আশরাফুল ইসলাম, নাসিমা আক্তার সোমা, কেএম শহিদুল হক, জাকির হোসেন ইমন, মামুন ফরাজী এবং সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়। ইসলামী ব্যাংক ফাউন্ডেশেনের ডিজিএম জসিম উদ্দীন, ডা. মো. হাফিজুর রহমান, সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আজিজ রিয়াদ, সহকারী সুপারিনটেনডেন্ট ইসলামের হাসপাতাল মার্কেটিং ইনচার্জ এস এম আবদুল্লাহ আল মামুন, ডা. মো. আব্দুস সালাম কার্ডিওলজিস্ট, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আহসান উল্লাহ। ওজিএস গ্রুপের পরিচালক মার্কেটিং হান্নান হায়দার।

এ ছাড়া কার্যনিবার্হী কমিটির মধ্যে যুগ্ম সম্পাদক মনির আহমেদ জারিফ, কোষাধ্যক্ষ নাজিম উদ-দৌলা সাদি, দফতর সম্পাদক জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক ফারহানা নাজনীন ফ্লোরা। কার্যনির্বাহী সদস্য শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পি, আনজুমান আরা মুন, জেসমিন জাহান, মাশরেকা জাহান মনাসহ ডিএসইসি’র সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংক ফাউন্ডেশেনের ডিজিএম জসিম উদ্দীন বলেন, ‘আপনাদের দাবির আলোকে ডিএসইসির সদস্য ও তাদের পরিবারের জন্য ইসলামী ব্যাংক হাসপাতালের (২২ টি) করপোরেট সুবিধা দেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানের বক্তারা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে, ভবিষ্যতে এ ধরনের মানবকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান। ফ্রি মেডিকেল ক্যাম্পে সকল পরীক্ষার উপর ডিএসইসি সদস্যরা ৪০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

সারাবাংলা/এইচআই

ডিএসইসি ফ্রি মেডিকেল ক্যাম্প

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর