ভারত থেকে দেশে ফিরল ২৬ কারাবন্দি কিশোর- কিশোরী
২৪ ডিসেম্বর ২০২৪ ১৯:০৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২১:০৪
বেনাপোল: ভালো কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক হওয়ার পর দেশে ফিরেছেন ২৬ বাংলাদেশী কিশোর- কিশোরী।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
ফেরত আসা যুবকরা হলেন- রাসেল আলী, ইমরান, আজিম আলী, হৃদয় সরদার, এস কে সাদিকুল, জিসান, রনি, রবিউল হাসান, মিষ্টি অধিকারী, অনিক শেখ, রনি শেখ, সবুজ, মাজেদুল ইসলাম, নাফিস খান, নুর ইসলাম, শহিদুল ইসলাম, বাদন সরদার, হৃতিক মন্ডল, মেহেরপুর ইসলাম জুতি, জান্নাত ইসলাম, শাহানা আক্তার, লতা খাতুন, সিক্তা, নাদিয়া খাতুন ও শরীর। তাদের বাড়ী নড়াইল, সুনামগঞ্জ, খুলনা, চাঁদপুর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঁইয়া বলেন, ফেরত আসা কিশোর- কিশোরীরা কাজের সন্ধানে ভারতের বিভিন্ন এলাকায় যায়। সেখানে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে তারা আটক হয়। পরে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, ইমিগ্রেশন পুলিশ ২৬ বাংলাদেশী কিশোর- কিশোরীকে থানায় হস্তান্তর করেছে। এখান থেকে নিজ জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
সারাবাংলা/এসডব্লিউ