Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০% ভাতা বাড়াল মন্ত্রণালয়, প্রশিক্ষণার্থী চিকিৎসকদের প্রত্যাখ্যান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ২১:০৪

ভাতা বাড়ানোর দাবিতে রোববার রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচী পালন করেন পোস্ট গ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী অবৈতনিক চিকিৎসকরা – (ফাইল ছবি)

ঢাকা: এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থী চিকিৎসকদের মাসিক পারিতোষিক ভাতার হার বিদ্যমান ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। তবে এ প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ‘ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস’ সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন নবীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

৯ম গ্রেড সমপরিমাণ ভাতার ওয়াদা করে ৩০ হাজার টাকা নির্ধারণের প্রজ্ঞাপন আমরা প্রত্যাখ্যান করলাম— উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্ট-গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের সাথে ওয়াদার বরখেলাপ নতুন কিছু না। আমরা এমন হঠকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনারা প্রস্তুত থাকেন আরও কঠোর ভাবে আমাদের মোকাবিলা করার জন্য। এই নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য মেনে নেয়া হবে না।

উল্লেখ্য সোমবার (২৩ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ অধিশাখার উপসচিব সৈয়দ আলী বিন হাসানের সই করা এক প্রজ্ঞাপনে চিকিৎসকদের অবৈতনিক প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ২০ শতাংশ ভাতা বাড়ানোর তথ্য জানানো হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রকাশিত বিজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের বিদ্যমান মাসিক পারিতোষিক ভাতার হার বিদ্যমান ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা হতে ২০ শতাংশ বৃদ্ধি করতঃ ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা নির্ধারণ করা হলো, যা আদেশ জারির তারিখ থেকে প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/আরএস

অবৈতনিক প্রশিক্ষণার্থী চিকিৎসক প্রশিক্ষণার্থী চিকিৎসক ভাতা বৃদ্ধি

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর