Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম দিনেই যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচও থেকে বের করে নেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪ ১৭:০৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৮

বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ক্ষমতা গ্রহণের দিনেই যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বের করে নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে ট্রাম্পের প্রত্যাবর্তন নিয়ে কাজ করা দলের সদস্যরা এ বিষয়ে পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন।

বিষয়টি সম্পর্কে জানেন, এমন একজন আইন বিশেষজ্ঞ রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এর আগে ফিন্যান্সিয়াল টাইমস দুজন বিশেষজ্ঞের বরাত দিয়ে প্রথম এ খবর জানিয়েছিল।

বিজ্ঞাপন

ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটির গ্লোবাল হেলথ বিভাগের অধ্যাপক ও ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল হেলথের ডব্লিউএইচও কোলাবোরেটিং সেন্টারের ডিরেক্টর লরেন্স গোস্টিন বলেন, তিনি (ট্রাম্প) সম্ভবত তার দায়িত্বের প্রথম দিন কিংবা দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহার করে নেবেন।

ট্রাম্পের প্রত্যাবর্তন নিয়ে কাজ করা দলের সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিকতা শুরু করেছিলেন। করোনাভাইরাস মোকাবিলায় সংস্থাটির ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন ট্রাম্প। একই সঙ্গে তিনি জাতিসংঘের স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্র যে তহবিল প্রদান করত তাও বন্ধ করারও হুমকি দিয়েছিলেন।

সে সময় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠানো হয়েছিল।

তবে ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার মাত্র ছয় মাস পরেই সেই সিদ্ধান্তের পরিবর্তন করেন যুক্তরাষ্টের ৪৬ তম প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় এসেছেন। আগামী ২০ জানুয়ারি দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

ট্রাম্প যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর