Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় রিকশাচালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১৬:২৫

খুলনায় রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

খুলনা: খুলনার দৌলতপুর এলাকা থেকে তামিম (১৬) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার মহেশ্বরপাশা ঘোষপাড়া এলাকার একটি কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তামিম দৌলতপুর উপজেলার শিকারির মোড় এলাকার বাসিন্দা মিজান জমাদ্দারের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয় তামিম। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। সকাল পৌনে ১০টার দিকে স্থানীয়রা দৌলতপুর মহেশ্বরপাশা ঘোষপাড়া কবরস্থানের পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তামিমের মৃত্যুর কারণ জানা যাবে। সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সারাবাংলা/এসডব্লিউ

খুলনা মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর