দ. কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অভিশংসনের দাবি
২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৭
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হ্যান ডাক-সু’কেও অভিশংসনের দাবি জানিয়েছে দেশটির প্রধান উদারপন্থি বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি।
সম্প্রতি পদত্যাগ করা প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে সামরিক আইন ঘোষণা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও অন্যান্য অভিযোগ তদন্ত সাপেক্ষে মঙ্গলবারের (২৪ ডিসেম্বর) মধ্যে বিল অনুমোদনের দাবি জানিয়েছে বিরোধী দলটি।
এদিকে, মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকের এজেন্ডায় বিল পেশ করেননি হান এবং শাসক ও বিরোধী দলগুলোর মধ্যে আরও আলোচনার আহ্বান জানিয়েছেন।
ডেমোক্র্যাটিক পার্টির ফ্লোর লিডার পার্ক চ্যান-ডে বলেছেন, ইউন-এর তদন্ত নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই এবং তার দল অবিলম্বে অভিশংসন প্রক্রিয়া শুরু করবে।
ডেমোক্র্যাটিক পার্টি হান-এর বিরোধী স্পন্সর করা বেশ কয়েকটি বিল ভেটো দেওয়ার জন্য তার তীব্র সমালোচনা করেছে, যার মধ্যে একটি বিতর্কিত কৃষি বিলও রয়েছে। তারা হানকে দ্রুত সাংবিধানিক আদালতের শূন্যপদে বিচারপতিদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
আদালত ইউন-এর অভিশংসনের পর্যালোচনা করছে এবং তাকে অপসারণ বা পুনর্বহাল করার সিদ্ধান্ত নেবে।
সাংবিধানিক আদালতের তিনটি শূন্যপদ পূরণ করা হলে ইউন-এর দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা বাড়বে। কারণ আদালতের পূর্ণ নয় সদস্যের মধ্যে ছয়জনের সমর্থন প্রয়োজন।
ডেমোক্র্যাটিক পার্টির পার্লামেন্টে ৩০০ আসনের মধ্যে ১৭০টি আসন রয়েছে। যা তুলনামূলক সংখ্যাগরিষ্ঠ। তাই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ইউন-এর নিজের দলের সদস্যসহ অন্যান্য দলের সমর্থন প্রয়োজন।
তবে সাংবিধানিক আদালত ইউন-এর ভাগ্য নির্ধারণ করতে ছয় মাস পর্যন্ত সময় পেতে পারে। যদি তাকে অফিস থেকে অপসারণ করা হয়,তাহলে তার উত্তরসূরি নির্বাচনের জন্য দুই মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে।
ইউন-এর প্রতিরক্ষামন্ত্রী, পুলিশ প্রধান এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে ইতোমধ্যে সংসদে সেনা ও পুলিশ মোতায়েন করার জন্য গ্রেফতার করা হয়েছে। পরে আইনপ্রণেতারা চেম্বারে প্রবেশ করে ইউন-এর ডিক্রি বাতিল করার জন্য সর্বসম্মতভাবে ভোট দেন।
হান প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করেছেন ইউনের অভিশংসনের পর। যদি তাকেও অভিশংসন করা হয়, তাহলে অর্থমন্ত্রী পরবর্তী দায়িত্ব গ্রহণ করবেন।
সারাবাংলা/এসডব্লিউ