Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি ছাত্রদলের আহ্বায়ক হিমেল, সদস্য সচিব আরেফিন

জবি করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:০৫

আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব সামসুল আরেফিন

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব সামসুল আরেফিন।

সোমবার (২৩ ডিসেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এটি প্রকাশ করা হয়।

এছাড়া কমিটির যুগ্ম-আহবায়ক জাফর আহম্মেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো: শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিদ চৌধুরী, নাহিয়ান বিন অনিক, রবিউল আউয়াল, সাখাওয়াত ইসলাম খান পরাগ, রাশেদ বিন হাসিম, জাহিদুল ইসলাম জাহিদ, মাইনউদ্দিন চৌধুরী মাইন, মেহেদী হাসান রুদ্র, মো: মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব, রবিন মিয়া শাওন, শামিম মিয়া।

সদস্য হিসেবে রয়েছেন মো: রিয়াসাল রাকিব, মুবাইদুর রহমান, এম তানভীর রহমান, আবু হেনা মুরসালিন, ইমরান হাসান ইমন, মাহিদ হোসেন, মাশফিকুল রাইন।

উল্লেখ্য, আহ্বায়ক কমিটিকে সম্মেলনের মাধ্যমে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

সারাবাংলা/এনজে

ছাত্রদল জবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর