Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণহত্যা-সন্ত্রাসে জড়িতদের স্থান বিএনপিতে নেই: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১৩:১০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:০৯

মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও: বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের অভিযোগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণহত্যা ও সন্ত্রাসী কাজে জড়িতদের বিএনপিতে স্থান নেই। এমন কিছু হয়েছে বলে আমি জানি না। আওয়ামী লীগের বিএনপিতে আসার কোন সুযোগ নেই।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের যে শাসন, সেই শাসনকে পুনঃপ্রতিষ্ঠা করা। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট- এ ছাড়া অন্য কোন উপায় আছে বলে আমার জানা নেই।’

জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, দফতর সম্পাদক মামুন অর রশীদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, তারেক আদনান, বিএনপি নেতা আনছারুল হকসহ জেলা, উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমপি

মির্জা ফখরুল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর