Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম যাত্রায় পৌনে ৪ ঘণ্টায় ঢাকা গেল জাহানাবাদ এক্সপ্রেস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১২:৫০

চালু হয়েছে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। ছবি: সারাবাংলা

খুলনা: খুলনা-ঢাকা রুটে চালু হয়েছে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ট্রেনটি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর ৬টা থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় খুশী যাত্রীরা। পদ্মা সেতু হয়ে নতুন রুটে ঢাকা যেতে সময় লাগছে মাত্র পৌনে ৪ ঘণ্টা।

খুলনা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি ঢাকায় পৌঁছায় সকাল ৯টা ৪৫ মিনিটে। এটি আবার রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছানোর কথা রয়েছে।

খুলনা-ঢাকার নতুন রুটের ট্রেনের ভাড়াও নির্ধারণ করেছে রেলওয়ে বিভাগ। ঢাকা থেকে খুলনা পর্যন্ত ভাড়া পড়বে শোভন চেয়ার ৪৪৫ টাকা, স্নিগ্ধা (এসি চেয়ার) ৮৫১ টাকা ও এসি সিট ১০১৮ টাকা।

খুলনা-ঢাকা রুটে চালু হয়েছে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। ছবি: সারাবাংলা

খুলনা থেকে ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেস যাত্রাবিরতি করবে নওয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে। বেলা ১১টায় ঢাকা থেকে ট্রেনটি রূপসী বাংলা এক্সপ্রেস নামে ছেড়ে যশোরের বেনাপোলে পৌঁছাবে দুপুর ২টায়। বেলা ৩টায় ফের এটি বেনাপোল থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। রাত আটটায় ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নামে আবার ঢাকা থেকে যাত্রা করে খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে। সোমবার এই ট্রেনের সাপ্তাহিক ছুটি, বাকি ছয় দিন চলবে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন। ১২টি বগি নিয়ে ট্রেনে সিট সংখ্যা রয়েছে ৭৬৮টি।

বিজ্ঞাপন

ট্রেনের যাত্রী সাইফুল গাজী বলেন, ‘স্বল্প সময়ে ট্রেনে করে খুলনা থেকে ঢাকা যাব কখনোই আমরা ভাবিনি। এখন সাড়ে ৩ ঘণ্টা থেকে পৌনে ৪ঘণ্টায় ঢাকা পৌঁছাতে পারব। এটা খুলনাবাসীর জন্য খুবই ভালো হয়েছে।’

জাহানাবাদ এক্সপ্রেসের চালক আব্দুল হাকিম বলেন, ‘এই রেল সার্ভিস চালুর ফলে আগের থেকে ২১২ কিলোমিটার দূরুত্ব কমবে। এতে ভ্রমণ সময় অনেকটা কমে যাচ্ছে।’

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ‘বিদেশ থেকে ট্রেনের নতুন ইঞ্জিন ও বগি আনা হচ্ছে। ৬ মাস পর এই রুটে নতুন আরও ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।’

সারাবাংলা/এমপি

খুলনা-ঢাকা রুট ট্রেন নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর