Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১২:৫০

বিল ক্লিনটন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি রয়েছেন। জ্বরে আক্রান্ত হয়ে তিনি ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি হন।

সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদন বলছে ক্লিনটন চলতি বছরে বেশ কয়েকবার শারীরিক সমস্যার মুখে সম্মুখীন হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।’

এর আগে ২০২১ সালের অক্টোবরে রক্তের সংক্রমণে কারণে ক্লিনটনকে পাঁচ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এ ছাড়া ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তাকে জীবনযাপনের ধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা।

সবশেষ ২০২২ সালের নভেম্বরে করোনা আক্রান্ত হওয়ার পর সংবাদের শিরোনাম হয়েছিলেন ক্লিনটন। তখন তিনি নিজেই জানিয়েছিলেন, তার করোনার উপসর্গগুলো ছিল মাঝারি। করোনার টিকা এবং টিকার বুস্টার ডোজ নিয়ে তিনি কৃতজ্ঞ বলেও উল্লেখ করেছিলেন।

যুক্তরাষ্ট্রে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন বিল ক্লিনটন। তিনি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ কমবয়সী প্রেসিডেন্ট। অবশ্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট হয়েছিলেন বারাক ওবামা।

সারাবাংলা/এমপি

বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর